বিশ্ব শ্রমিক দিবস

লিখেছেন লিখেছেন ঝুলন্ত মাকড়সা ০১ মে, ২০১৪, ০৯:২১:৪২ সকাল

আজকের 'মে' দিবসে আমাদের দেশে শ্রমিকদের সর্বোচ্চ প্রাপ্তি হচ্ছে এক দিনের বাড়তি সরকারি ছুটি।

কেননা, তাঁরা এর বেশি

আর কিছুই পায়নি।

আর এর বাস্তব প্রমাণ তাজরিন গার্মেন্টস, রানা প্লাজা ট্রাজেডি ইত্যাদি

ঘটনার শিকার শ্রমিকদের

বর্তমান অবস্থা।

কেনো ভাই......!! শ্রমিক বলে কি তাঁরা মানুষ না.....?? তাঁদের কি জীবনের নিরাপত্তা থাকতে নেই.....??

এসব ঘটনার শিকার এমন পরিবার খুঁজে পাওয়া দুষ্কর হবে না, যাঁদের ঘরে আজ ভাত রান্না হয়নি.....।।

টাকার অভাবে যাঁদের সন্তান স্কুলে যায়না। একই কাপড় পড়ে যাঁরা মাসের পর মাস পার করে দিচ্ছে.....

গুণীজনরা ঠিকই বলেন। বাঙালী জাতীর বিবেক সুপ্ত। ধিক্কার জানাই আমাদের মতো এরকম সুপ্ত বিবেকবান বাঙালীদের।

আমরা কি পারি না তাঁদের সাহায্যে এগিয়ে আসতে....?? এই ধরণের মর্মান্তিক ঘটনার বিরুদ্ধে রুখে দাঁড়াতে....??

হয়তো না...... তাইতো আজ আমাদের এই অবস্থা.....।

বিষয়: বিবিধ

৯৭২ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

215867
০১ মে ২০১৪ সকাল ১১:৩৭
শিশির ভেজা ভোর লিখেছেন : জাজাকাল্লা খায়র... অনেক ভালো লাগলো পড়ে
215898
০১ মে ২০১৪ দুপুর ১২:১৩
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : মধ্যবিত্তের যণ্ত্রণা এই বাজারে কেউ বুঝে নারে ভাই....
215972
০১ মে ২০১৪ দুপুর ০২:০০
ঝুলন্ত মাকড়সা লিখেছেন : হুঁ..... আমাদের যন্ত্রনা শুধু আমরাই বুঝি

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File